পান্ডবেশ্বরে সাংসদের হাত দিয়ে দলীয় উদ্বোধন কার্যালয়ের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৩০জুনঃ
বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার বাকোলা “কলরব” ভবনে উপস্থিত থেকে দলীয় নেতা কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করলেন আসানসোল লোকসভার নবনির্বাচিত তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা। ব্যক্তিগত আলাপচারিতার পর তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দলের ব্লক সভাপতি ( পাণ্ডবেশ্বর ) কিরিটি মুখোপাধ্যায়, লাউদোহা ব্লকের সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ দুই ব্লকের নেতা কর্মীরা। এদিন দলীয় নেতাদের হাতে সাংসদ উপহারস্বরূপ তুলে দেন তার নিজের লেখা বই “খামোশ”। তিনি বলেন আসানসোলের মানুষ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে সেজন্য আমি গর্বিত। সাংসদ হিসাবে এলাকার উন্নয়নের কাজ ত্বরান্বিত করব বলেও জানান তিনি। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি এদিন শত্রুঘ্ন সিনহা দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের কাঁটাবেড়িয়ায় একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।