পান্ডবেশ্বরে ভেঙ্গে পড়ল মাটির বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচল গোটা পরিবার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৮সেপ্টেম্বরঃ
টানা বৃষ্টিপাতের জেরে পর পর দুটি মাটির বাড়ি ভেঙ্গে পড়ল, তবে অল্পের জন্য প্রাণে বাঁচল একই পরিবারের সাতজন সদস্য। ঘটনাটি ঘটেছে পান্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের বাগদিপাড়ায়। ঘটনাস্থল পরিদর্শণ করে পুনর্বাসনের আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান।
পরিবারের প্রধান ইপক বাগদি জানান যে, গতকাল সোমবার বিকেলের পর থেকে প্রচন্ড জোরে বৃষ্টিপাত শুরু হয়। তাই বৃষ্টির হাত থেকে বাঁচতে পরিবারের সকলেই ঘরের মধ্যেই ছিলেন। কিন্তু তাঁরা লক্ষ্য করেন ঘরের দেওয়ালের একাংশে ফাটল ধরতে শুরু করেছে। বিপদ বুঝতে পেরে তাঁরা বৃষ্টির মধ্যেই স্বপরিবারে ঘরের বাইরে চলে আসতেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে বাড়িটি। যদি তাঁরা আগাম বিপদ বুঝতে না পারতেন তাহলে বড় বিপদ হতে পারত। ইপক বাগদি আরো বলেন যে, এখন তাঁরা বাড়ি ভাঙ্গার পর নিরাশ্রয় হয়ে পড়েছেন। গতকাল রাতটা অন্যের বাড়িতে কাটিয়েছেন পরিবার নিয়ে। কিন্তু সেটা তো রোজ রোজ সম্ভব নয়। পুরো পরিবারের মাথার উপর থেকে ছাদ সরে গেছে। এমতবস্থায় প্রশাসন যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেয় তাহলে পুরো পরিবার নিয়ে পথে দাঁড়াতে হবে।
এদিকে খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান পঞ্চায়েত প্রধান সবিতা বাগদি। সমস্ত কিছু খতিয়ে দেখে তিনি জানান ব্লক প্রশাসনের সাথে কথা বলে আপাতত ত্রিপলের ব্যবস্থা করা হবে, সাথে পঞ্চায়েতের পক্ষ থেকে ওই পরিবারকে বাড়ি করে দেওয়ারও আশ্বাস দেন পঞ্চায়েত প্রধান।