পান্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতে শপথ নিলেন নতুন প্রধান
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৭মে নবগ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসাবে শপথ নিলেন সতন সৌমন্ডল।
উল্লেখ্য ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে নবগ্রাম পঞ্চায়েতে সব কটি (১৫-টি ) আসন জিতে বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। প্রধান ও উপপ্রধান নির্বাচিত হন সবিতা বাগদি ও সতন সৌমন্ডল । বিধানসভা নির্বাচনের কয়েক দিন আগে প্রধান সবিতা বাগতি সহ আরো দুজন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নির্বাচনের ফল প্রকাশের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধানের পদ থেকে ইস্তফা দেন সবিতা দেবী। এদিন প্রধান নির্বাচনের জন্য পঞ্চায়েতে বৈঠক হয়। ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। সদস্য অনুপ ভট্টাচার্য প্রধান হিসাবে সতন বাবুর নাম প্রস্তাব করেন। সমর্থন করেন অপর সদস্য সুজিত রায়চৌধুরী। পাণ্ডবেশ্বর ব্লকের যুগ্ম বিডিও সতন বাবুকে প্রধান হিসাবে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন এপিও বিপ্লব মন্ডল।