করোনা মোকাবিলায় বড়জোড়ার বাসিন্দাদের ক্রমশঃ কাছের মানুষ হয়ে উঠছেন থানার নতুন বড়বাবু
আমার কথা, বাঁকুড়া, ৮মেঃ
কথায় আছে ‘বাঘে ছুঁলে আঠারো ঘা আর পুলিশে ছুঁলে ছত্রিশ’, তাই তো পুলিশ নিয়ে সাধারন মানুষের মধ্যে একটা আতংক বরাবর কাজ করে। পুলিশকে তাই হয়ত কাছের মানুষ বা বুন্ধু ভাবতেও কোথাও বাধে সাধারন মানুষের। কিন্তু সবই কিছুরই যেমন ব্যাতিক্রম আছে তেমনই পুলিশের মধ্যেও কিছু ব্যাতিক্রমী চরিত্র দেখা যায়। সেরকমই একজন পুলিশ আধিকারিক হলেন বাঁকুড়া বড়জোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। মাত্র কয়েক মাস হল ওই থানার দায়িত্ব গ্রহণ করেন বিশ্বজিত মুখোপাধ্যায়। এখন তিনি ওই এলাকার বাসিন্দাদের খুবই কাছের মানুষ হয়ে দাঁড়িয়েছে। যদিও তিনি যেই থানার দায়িত্বে যান সেখানেই কাজের মাধ্যমে সেই থানার অন্তর্গত এলাকাগুলিতে বসবাসকারী মানুষের কাছের হয়ে যা। প্রশাসনের দায়িত্ব যেমন কঠোরভাবে পালন করেন তেমনই পাশাপাশি আবার যে কোনো প্রাকৃতিক বিপদের সময় নিজেই ছুটে যান মানুষের কাছে, যাতে তাদের কোন অসুবিধা না হয়। তাই করোনা ভাইরাসের এই আবহে তিনি দিন রাত এক করে মানুষদের জন্য কাজ করে চলেছেন। কখনো অভুক্ত মানুষগুলোকে নিজের হাতে খাবার তুলে দিচ্ছেন তো আবার কখনো নিজের হাতে সাধারন মানুষদের মাক্স পরিয়ে দিচ্ছেন এই ভেবে যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তাই এই রকম এক পুলিশ আধিকারিককে পেয়ে বড়জোরা এলাকার মানুষ খুবই আনন্দিত।