বদলে ফেলা হচ্ছে পুরোনো গেট, দুর্গাপুর ব্যারেজে বসছে নতুন লকগেট
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১নভেম্বরঃ
২০১৭ তারপর ২০২০ এই তিন বছরের মধ্যে দু দুবার দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙ্গে পানীয় জলের বড় বিপর্যয় ঘটে যায় শহরে। এই ঘটনায় বেশ সমালোচনার মুখেও পড়তে হয় সেচ দপ্তরের ভূমিকা নিয়ে। প্রশ্ন ওঠে ২০১৭ তে যখন লকগেট ভাঙ্গে তার থেকে কেন শিক্ষা নেওয়া হয়নি, তাহলেই তো এ বারের এই ঘটনা ঘটে না আর শহরবাসীকেও সাত আট দিন ধরে এত জলকষ্টের মধ্যে পড়তে হয় না। তবে প্রথমবারে নাহলেও দ্বিতীয়বারের এই বিপর্যয়ের পর সেচ দপ্তর থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে ব্যারেজের যে ৩৪টি লকগেট রয়েছে সেই লকগেটগুলি এক এক করে বদলে নতুন লকগেট বসানো হবে। সেই প্রতিশ্রুতি মোতাবেক বুধবার থেকে শুরু হল লকগেট বদলানোর কাজ আর এই কাজ শুরু হল প্রথম এই অভিশপ্ত ৩১নং লকগেট বদল দিয়ে।
সেচ দপ্তর সুত্রে জানা গেছে, আপাততঃ ওই ভাঙ্গা ৩১নং লকগেটের জায়গায় লাগানো হয়েছে ভাসমান গেট। ওই গেটের মাধ্যমে জল আটকে,ভাঙ্গা লকগেটটি পুরোপুরি কেটে সরিয়ে দেওয়া হল আর তার জায়গায় বসানো হবে নতুন লক গেট। বুধবার পুরোনো লকগেট কাটা শেষ হল। এর পর বসানো হবে নতুন লকগেট। নতুন লকগেটের সরঞ্জাম এবং নতুন লকগেটটি ৩১নম্বর গেটের কাছে নিয়ে যাওয়া হবে, আর এই কাজটি শেষ করতে প্রায় তিনচার দিন লেগে যাবে বলে সেচ দপ্তর সুত্রে জানা গেছে। এই কাজের জন্য দুর্গাপুর ব্যারাজের রাস্তা দুপুর থেকে আংশিক বন্ধ রয়েছে এবং রাত্রি ১১টা থেকে ভোর পর্যন্ত্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিক গৌতম বোস। তিনি আরো বলেন যে, এই কাজের জন্য শহরবাসীর জলের কোনো সমস্যা হবে না।