লকডাউনে খনি অঞ্চলে প্রাক্তনীদের পাশে দাঁড়াল সংগঠন
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৮এপ্রিলঃ
একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, অন্যদিকে কাজ হারনোর ভয়, হাতে নগদের অভাব, এমন অবস্থায় অনেকের পেট চলছে ত্রাণে দেওয়া দানের ভরসায় । ঠিক এই আবহে প্রাক্তনীদের পাশে দাঁড়াল সিপিআইয়ের ছাত্র সংগঠন এ আই এস এফ (AISF) এর কয়েকজন প্রাক্তন । জেলার অন্ডাল- উখরা – পান্ডবেশ্বর এই সব এলাকায় বিগত দিনে যে সব ছাত্র ছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছাত্র সংগঠন AISF এর সদস্য বা কলেজে সক্রিয় কর্মী ছিলেন,, এই দুর্দিনে AISF এর সেই সব প্রাক্তনীদের ত্রান সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে তাদের পাশে দাঁড়ালে সংগঠনের প্রাক্তন নেতারা ।
কলেজে তো বিভিন্ন ছাত্র সংগঠন অনেকেই করেন, কিন্তু কলেজ ছাড়ার পর কয় জনই বা ওই সাধারণ সভ্যদের কথা মনে রাখে,,,
এই দুঃসময়ে পুরনো নেতৃত্বকে পাশে পেয়ে আশ্বস্ত ওই সব সাধারন ছেলে মেয়েরা,
তাদের মধ্যে অনেকেই বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন কলেজ ছাড়ার পর। কিছু ছাত্রীর আবার বিয়েও হয়ে গেছে। কিন্তু প্রাক্তনীরা তাঁদের ভুলেনি তাই অসময়ে তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রাক্তন ছাত্র নেতারা ।
উদ্যোক্তাদের পক্ষে প্রাক্তনি অজয় রক্ষিত, উজ্জ্বল পালদের কথায়, “আমরা এই দুঃসময়ে পুরনো যে সমস্ত ছাত্র ছাত্রী আমাদের ছাত্র আন্দোলনের সৈনিক বা সহযোদ্ধা ছিলেন আমরা কেবল তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।”
শনিবার প্রায় ১০০ জন সংগঠনের প্রাক্তন সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের চাল ডাল আলু সাবান ইত্যাদি সামগ্রী পৌঁছে দেওয়া হলো। লাগাতার এই কাজ চলবে বলেও জানান তাঁরা।