রাত পেরোলেই আসানসোল পুরসভার মেয়র পারিষদদের শপথ গ্রহণ
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৫জুনঃ
অবশেষে আসানসোল পুরনিগমের মেয়র পারিষদের নাম ঘোষনা ও শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে বৃহস্পতিবার। বুধবার একথাই জানান আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
আসানসোল পুরনিগমের ভোট মিটে যাওয়ার পরে মেয়র, চেয়ারম্যান ঘোষনা হলেও মেয়র পারিষদের নাম ঘোষনায় বিলম্ব হয়। যা নিয়ে বিরোধীরা সুর চড়িয়েছে বার বার।
বিজেপি কাউন্সিলার চৈতালী তেওয়ারি কে বিভিন্ন সময় সরব হতে দেখা গেছে, কেন এখনো মেয়র পারিষদের নাম ঘোষনা হয়নি তা নিয়ে। এবার মেয়র বিধান উপাধ্যায় নিজেই ঘোষনা করলেন বৃহস্পতিবার পাঁচ জন মেয়র পারিষদের নাম ঘোষনা ও শপথ পাঠ করানো হবে।
ঘটনা প্রসঙ্গে বিজেপি কাউন্সিলার চৈতালী তেওয়ারি বলেন, এতজন কাউন্সিলার যে জিতেছে, তাদের উপরে মেয়র ঠিক ভরসা করতে পারছেন না। আদালতের ভয়ে তাই মেয়র পারিষদদের নাম ঘোষনা করা হচ্ছে।
প্রসঙ্গতঃ আসানসোল পুরসভার নির্বাচন হয়ে গেছে বেশ কয়েক মাস অতিবাহিত, কিন্তু এখনো পর্যন্ত্য কেন মেয়র পারিষদের নাম ঘোষণা করা হয়নি সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি।