খাবারের দাম চাওয়ায় দুর্গাপুরে বেসরকারী কারখানায় ক্যান্টিন মালিককে মারধর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩সেপ্টেম্বরঃ
ক্যান্টিনের খাবারের দাম চাওয়ায় বেধড়ক মারধর করা হল ক্যান্টিন মালিককে। ঘটনায় জখম হয়েছেন ওই ক্যান্টিন মালিক।
দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগড়ভাঙ্গার একটি বেসরকারী কারখানায় ক্যান্টিন চালান নিত্যানন্দ রজক। সেই ক্যান্টিনে ্মাঝে মধ্যেই খাওয়া দাওয়া করত ওই কারখানারই এক শ্রমিক। অভিযোগ প্রায় দিনই ওই ক্যান্টিনে খাবার খেয়ে দাম দিতো না ওই শ্রমিক। বিষয়টি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছোয় বৃহস্পতিবার। প্রতিবারের ন্যায় এদিনও খাবার খেয়ে দাম দিতে অস্বীকার করে ওই ব্যাক্তি আর তা নিয়ে বচসা বাধে দুজনের মধ্যে। যদিও সেই সময়ের মতো ঝামেলা মিটে যায়। কিন্তু অভিযোগ শনিবার রাতে বহিরাগত কয়েকজন ওই কারখানায় ঢুকে ব্যাপক তান্ডব চালায়। ভাঙ্গচুর চালায় ক্যান্টিনে, নিত্যানন্দ রজককে ক্যান্টিনের বাসনপত্র দিয়ে মারধর করা হয়। এমনকি ক্যান্টিন মালিককে লক্ষ্য করে গরম ডালও ছুঁড়ে দেয় ওই দুষ্কৃতিরা।
এই ঘটনার প্রতিবাদে রবিবার সকালে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় ওই কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ বহিরাগতরা কিভাবে এভাবে কারখানার ভেতর ঢুকে তান্ডব চালালো?