প্রার্থী নিয়ে টালমাটাল অবস্থা দলের, জল মাপতে আসানসোলে ভিন রাজ্যের সাংসদ?
আমার কথা, আসানসোল, ১৫ মার্চঃ
১০ মার্চ ব্রিগেডের সভামঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। তারও বহু আগে আসানসোল কেন্দ্রে কে হবেন তাদের দলের প্রার্থী তাও জানিয়ে দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। এদিকে বিজেপির দুই দফায় প্রার্থী তালিকা প্রকাশিত হলেও এখনও বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি পদ্মশিবির। আরো এক ধাপ এগিয়ে আসানসোল কেন্দ্রে প্রথম দফায় প্রার্থীর নাম ঘোষণা করলেও আদৌ নির্বাচনে সেই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা তা নিয়ে তাঁর নিজেরই টালমাটাল অবস্থা। এমতবস্থায় ধীরে চলো নীতি নিয়েছে বিজেপি। তারই মাঝে শিল্পাঞ্চলে জল মাপতে আসানসোলে এসে পৌঁছোলেন ভিন রাজ্যের সাংসদ? উত্তরপ্রদেশের আজমগঞ্জের সাংসদ দীনেশলাল যাদবকে স্বাগত জানাতে শুক্রবার সকালে আসানসোল রেল স্টেশনে পৌঁছোন আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধায়্য। সাথে ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। দলীয় কর্মসূচীতে আসানসোলে এসেছেন বলে জানান সাংসদ। এই কেন্দ্রের ভোজপুরী গায়ক তথা পূর্ব ঘোষিত প্রার্থী পবন সিংয়ের দোলাচল প্রসঙ্গে দীনেশলাল যাদব বলেন, দলীয় কর্মসূচীতেই এখানে এসেছেন। আর পবন সিংয়ের বিষয়ে দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে, এই বিষয়ে আমার কিছু বলার নেই।