কাঁকসার মানুষ চাইছে ধর্মনিরপেক্ষ কংগ্রেসকে, দাবি জেলা সভাপতির
আমার কথা, কাঁকসা, ২ জুলাই:
যেটুকু উন্নয়ন হয়েছিল পঞ্চায়েত ব্যবস্থায়, তা কংগ্রেসের আমলে হয়েছিল। পানাগড়ে নির্বাচনী প্রচারে এসে এমনটাই দাবি করেন পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি বলেন
মানুষ নতুন করে আবার স্বপ্ন দেখছে। সিপিএম তৃণমূল বিজেপির বিরুদ্ধে কাঁকসার মানুষ চাইছে ধর্মনিরপেক্ষ জাতীয় কংগ্রেসকে। তিনি বলেন পঞ্চায়েত ব্যবস্থায় যা কিছু হয়েছিল তা কংগ্রেসের আমলেই হয়েছিল। তারপরে সেগুলো একটার পর একটা ধ্বংস হচ্ছে। তাই বাংলার মানুষ আবার নতুন করে কংগ্রেসকে চাইছে।
রবিবার বিকালে পানাগড় বাজারের রণডিহা মোড়ে কংগ্রেসের মনোনীত প্রার্থীদের সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয়।
এদিন জনসভায় যোগ দেন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী, কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস সহ অন্যান্যরা।