আগ্নেয়াস্ত্র সহ কাঁকসা পুলিশের জালে ৪ ডাকাত
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২৭ফেব্রুয়ারীঃ
আগ্নেয়াস্ত্র সহ ৪জন ডাকাত কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাত্রে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর বাস স্ট্যান্ডের পিছনের জঙ্গল থেকে আনুমানিক আট জনের একটি ডাকাতের দল ঘোরাফেরা করছিল। সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে চার জনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে এক জনের কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
শনিবার ওই চার জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। বিচারক অভিযুক্তদের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। এখন পুলিশী ধৃতদের জেরা করে বাকিদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে।