বুদবুদে মুখ্যমন্ত্রীর আসন্ন জনসভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ১২এপ্রিলঃ
চলতি মাসের ১৭ তারিখে বুদবুদে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কারন এই মাসেরই ষষ্ঠ দফায় পূর্ব বর্ধমানে ভোট আর ভোটের কারনেই ভোটারদের সমর্থণ পেতেই দলনেত্রীর বুদবুদে জনসভায় যোগদান কর্মসূচী। তাই তৃণমূল সুপ্রিমোর এই সভাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হল সোমবার। মুখ্যমন্ত্রীর সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন খোদ পুলিশ কমিশনার সুকেশ জৈন। সেদিনের সভায় যোগ দিতে মুখ্যমন্ত্রীর জন্য তৈরী করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। এদিন পুলিশ কমিশনার সেই অস্থায়ী হেলিপ্যাড সহ সভাস্থল পরিদর্শন করেন।