দুর্গাপুর থানায় ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফিরে পেলেন ২৭ জন
আমার কথা, দুর্গাপুর, ২১ জানুয়ারীঃ
চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল দুর্গাপুর থানার পুলিশ। মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা। দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে চুরি গিয়েছিল মোবাইল। তদন্তে নেমেছিল পুলিশ। তদন্তের ভিত্তিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয় ২৭টি মোবাইল। মঙ্গলবার দুপুরে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইলগুলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ, ওসি দুর্গাপুর সঞ্জীব দে সহ পুলিশ আধিকারিকরা।
সার্কেল ইন্সপেক্টর (সিআই) রণবীর বাগ বলেন,”কারোর ছ’মাস কারোর এক বছর আগে কারোর আবার আরো আগে মোবাইল চুরি গেছিল। তদন্ত নামে দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে বিভিন্ন প্রান্ত থেকে মোবাইলগুলি উদ্ধার করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রতি মুহূর্তেই মানুষের সাথে মানুষের পাশে।”