এবার দুর্গাপুরে করোনায় আক্রান্ত পুলিশকর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ২৪জুলাইঃ
এবার শিল্পাঞ্চল দুর্গাপুরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক পুলিশকর্মী। আক্রান্ত ওই পুলিশকর্মী বর্তমানে মলানদিঘির করোনা হাসপাতালে চিকিৎসাধীন। রিপোর্ট পজিটিভ আসার পর বুধবার রাতে তাঁকে মলানদিঘির ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে,
খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক(বিএমওএইচ) পরিতোষ সোরেন জানান উখরা আউটপোস্টে কর্তব্যরত এক এএসআইয়ের মধ্যে করোনার উপসর্গ দেখতে পাওয়ায় গত ১৩ই জুলাই ওই পুলিশকর্মী খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান। সেখানে তার লালারস সংগ্রহ করা হয়। এরপর তার রিপোর্ট পজিটিভ আসার পর বুধবার রাতে তাঁকে মলানদিঘির করোনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এদিকে পুলিশ সুত্রে জানা গেছে আক্রান্ত ও এএসআইয়ের সংস্পর্শে আসা আরো কুড়ি জন পুলিশকর্মীরও লালারস সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। এদের মধ্যে দশজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে খান্দরায়।
এদিকে মহকুমা প্রশাসন সুত্র অনুযায়ী, গতকাল পর্যন্ত্য মলানদিঘির করোনা হাসপাতালে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা একশ’ তেত্রিশ যার মধ্যে গতকাল ভর্তি হয়েছেন কুড়ি জন। পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বারো জন রোগী। গতকাল ওই হাসপাতালে কোনো রোগী মৃত্যুর খবর নেই।
পাশপাশি এও জানা গেছে যে, দুর্গাপুর মহকুমার অন্তর্গত দুর্গাপুর থানা ও কোকওভেন থানার দুই পুলিশ আধিকারিক করোনায় আক্রান্ত হয়েহেন। তাদের মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গতঃ রানীগঞ্জ থানায় একসাথে ১৪ জন পুলিশকর্মীর করোনায় আক্রান্ত হলে দুর্গাপুরে কোনো পুলিশকর্মী করোনার গ্রাসে পড়েননি। কিন্তু এবার এই তিনজন পুলিশকর্মীর করোনায় আক্রান্তের বিষয়টি জানাজানি হতেই বেশ আতঙ্ক ছড়িয়েছে।