এবার করোনার গ্রাসে রাজনৈতিক নেতা, আক্রান্ত দুর্গাপুর-ফরিদপুরের তৃণমূল ব্লক সভাপতি
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৩জুলাইঃ
এবার এক রাজনৈতিক ব্যাক্তিত্ব করোনার কবলে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা কর্মাধক্ষ্য সুজিত মুখার্জী করোনায় আক্রান্ত। বুধবার রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। আজ সকালে তাঁকে মলানদিঘির করোনা হাসপাতালে ভর্তি করা হবে বলে জানা গেছে।
প্রশাসন সুত্রে জানা গেছে, দিন কয়েক আগে সুজিতবাবু সহ তাঁর পরিবারের সকলেই জ্বরে আক্রান্ত হন। এরপর তাঁরা লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান। সেখানে সুজিতবাবু সহ তাঁর পরিবারের লালারস সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। এরপর গতকাল রাতে সুজিতবাবুর রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় তাঁকে মলানদিঘির করোনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হবে।
সুজিতবাবুর করোনার বিষয়টি জানাজানি হতেই আতংক ছড়িয়ে পড়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকে। কারন সুত্র অনুযায়ী যা জানা যাচ্ছে গতকাল পর্যন্ত্য সুজিতবাবু ওই এলাকায় দলীয় বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন। তিনি পঞ্চায়েতের প্রধানদের নিয়ে একটি বৈঠকও করেন। সাথে ছিলেন দলেরই আরো অনেক নেতা নেত্রী। শুধু তাই নয় ২১শে জুলাই উপলক্ষে রাজ্যের বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে ভার্চুয়াল সভার আয়োজন করা হয়েছিল তাঁর একটি হয়েছিল দুর্গাপুর ফরিদপুর ব্লকের বালিজুড়ি কমিউনিটি হলে। সেই হলে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সেইখানে উপস্থিত ছিলেন খোদ সুজিতবাবুও। ফলে প্রশ্ন উঠছে যে সুজিতাবুর সংস্পর্শে যারা যারা এসেছিলেন তাদের মধ্যেও এই ভাইরাস সংক্রমিত হয়নি তো?
দুর্গাপুর ফরিদপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃণাল কান্তি বাগচি জানান যে, “সুজিতবাবুর সংস্পর্শে কারা কারা এসেছিলেন তাদের খোঁজ নিয়ে একটি তালিকা তৈরী করে তাদের সোয়াব টেষ্টের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ফরিদপুর(লাউদোহা) থানার ভারপ্রাপ্ত আধিকারিককে যত তাড়াতাড়ি সম্ভব তাদের একটি তালিকা তৈরির জন্য বলেছি।”
তবে সুজিত মুখার্জীর করোনায় আক্রান্তের বিষয়টি চাউড় হতেই অনেকেই দাবি করছেন সাধারন মানুষের স্বার্থে আপাতত এই ধরনের রাজনৈতিক কর্মসূচীগুলো বন্ধ থাকুক।