সম্পূর্ণ হলো কয়লা পাচার মামলার চার্জ গঠন প্রক্রিয়া
আমার কথা, আসানসোল, ১০ ডিসেম্বর:
আসানসোলের বিশেষ সিবিআই কোর্টে সম্পূর্ণ হল কয়লা পাচার মামলার চার্জ গঠন প্রক্রিয়া। ২১-শে জানুয়ারি থেকে মামলাটির শুনানি শুরু হবে বলে নির্দেশ দেন বিচারপতি।
২০১৯ সালের কয়লা পাচার মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। ২০২২ সালের ১৯-শে জুলাই সিবিআই প্রথম চার্জশিট পেশ করে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এখন পর্যন্ত সিবিআই আদালতে মোট তিনটে চার্জশিট জমা দিয়েছে। মামলাটিতে অভিযুক্তের সংখ্যা ৫০ জন। কয়লা পাচার কেলেঙ্কারিতে ১,৩৭৪ কোটি কালো টাকা লেনদেন হয়েছে বলে দাবি করে তদন্তকারীরা। এই মামলাতে সাক্ষ্যি রয়েছে ৩৯৬ জন। ৫০ জন অভিযুক্তের মধ্যে মামলার মূল অভিযুক্ত বিনয় মিশ্র কে দেখানো হয় ফেরার। মৃত্যু হয়েছে একজন অভিযুক্তের। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী এই মামলায় প্রথম চার্জ গঠন করার নির্দেশ দিয়েছিলেন ৩-রা জুলাই। এরপর ১৭ সেপ্টেম্বর, ১৪ই নভেম্বর, ২৫শে নভেম্বর চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিবারই দু’একজন অভিযুক্তের অনুপস্থিতির কারণে চার্জ গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অবশেষে কাটলো জটিলতা। মঙ্গলবার এই মামলাতে অভিযুক্ত ৪৮ জনের মধ্যে ৪৫ জন সশরীরে ও ৩ জনকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করাই সিবিআই । এর পরই সম্পূর্ণ হয় মামলাটির চার্জ গঠন প্রক্রিয়া। আগামী ২১-শে জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন বিচারপতি রাজেশ চক্রবর্তী। ঐদিন থেকে মামলাটির সাক্ষীদের শুনানি প্রক্রিয়া শুরু হবে। মামলাটির তদন্ত ও চার্জ গঠন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগেছে । তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মামলাটির নিষ্পত্তি শেষ হতে কত দিন সময় লাগবে?