ফাঁকা সভায় “সোনার বাংলা” গড়ার প্রতিশ্রুতি স্বরাষ্ট্র মন্ত্রীর-দাবি তৃণমূলের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯এপ্রিলঃ
তৃণমূলের দিন শেষ, এবার রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি সরকার। কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হলে সোনার বাংলা হবে। সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মাদারবনি মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় ফের একবার ”সোনার বাংলা”- গড়ার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর এগারোটায় সভা ছিল। বিশেষ বিমানে তিনি অন্ডাল বিমানবন্দরে নামেন। সেখান থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছান ১২.০৫ এ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি, অরবিন্দ মেমন, মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র সহ অন্যান্যরা। পাক্কা তিরিশ মিনিটের বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সরকারের তুষ্টিকরণ রাজনীতি, কয়লা, বালি, গরু পাচার, অনুপ্রবেশ, সিন্ডিকেট-এর বিরুদ্ধে যেমন সরব হন তেমনি নির্বাচনে জিতে সরকার গড়লে বিজেপি রাজ্যে কি কি করবে সেই প্রতিশ্রুতির কথাও বলেন তিনি। বক্তৃতায় প্রথমে তিনি বলেন ৩৪ বছর বাম সরকার ও ১০ বছর তৃণমূল সরকার রাজ্যের শিল্প- অর্থনীতিকে ধ্বংস করেছে। তাই বাংলায় এখন কোন কাজ নেই। কাজের জন্য বাংলার ছেলে মেয়েরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় শিল্প আসবে। কাজের সুযোগ হবে। বাংলার ছেলেমেয়েদের আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না। বলেন মমতা দিদি-র সরকার বাংলায় দূর্গাপূজো, সরস্বতী পুজো করার অনুমতি দেয় না অথচ অন্যদের উৎসবে কোন বাধা নেই। বলেন বিজেপি সরকার এলে তুষ্টিকরণের রাজনীতি শেষ হবে, বাংলায় ধুমধাম করে দুর্গাপুজো, সরস্বতী পুজোর আয়োজন হবে। অমিত শাহ বলেন তৃণমূলের আমলে পশ্চিম বর্ধমান জেলা কয়লা, বালি, গরু পাচারের জন্য বিখ্যাত হয়েছে। ২-রা মে এর পর এই কারবারে যারা যুক্ত তাদের বেছে বেছে জেলে ভরার হুমকী দেন তিনি। অমিত শাহ অভিযোগ করেন এই রাজ্যে অনুপ্রবেশে মদত দেয় তৃণমূল সরকার। অথচ অত্যাচারিত হিন্দু অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিতে বাধা দিচ্ছে তৃণমূল। বলেন বিজেপি ক্ষমতায় এলে সিএএ লাগু করে অত্যাচারিত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেবে বিজেপি। বলেন বিজেপি সরকার বিনামূল্যে শিক্ষা, বিধবাদের ৩০০০ টাকা করে মাসিক ভাতা,কৃষকদের বছরে ৬০০০ টাকা করে দেবে। পাঁচ বছরের মধ্যে প্রতিটি পরিবারের একজনের সরকারি চাকরি নিশ্চিত করবে বিজেপি সরকার। বক্তৃতার তিনি বলেন তৃণমূলের দিন শেষ। এবার বাংলায় প্রকৃত পরিবর্তন হবে। দু’শো-র বেশি আসন নিয়ে সরকার গড়বে বিজেপি বলে দাবি করেন অমিত শাহ। প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বলেন দল ছাড়াই তৃণমূলের লোকেরা আমায় মীরজাফর বলছে । আমি মীরজাফর নয়, বলতে হলে বলুন আমি বিভীষণ । রামের সঙ্গ দিতেই আমি বিভীষণ হয়েছি এতে আমি গর্বিত । বিজেপির স্থানীয় নেতাদের দাবি এদিন অমিত শাহ জির সভায় রেকর্ড ভিড় হয়েছিল । অন্যদিকে তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর দাবি করেন এদিন কার্যত ফাঁকা সভায় ভাষন দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী । বলেন স্থানীয়রা সভায় যায়নি, বিজেপি লোক এনেছিলো রানীগঞ্জ, জামুরিয়া সহ জেলার বিভিন্ন জায়গা থেকে । তাতেও সভাস্থল ভরেনি ।