দুর্গাপুরে বেসরকারী হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১আগস্টঃ
চিকিৎসার গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের শোভাপুরের কাছে একটি বেসরকারী হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
জানা গেছে, মৃত ব্যাক্তি পান্ডবেশ্বরের ভাসো পাসোয়ান(৬২) গাইঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর ছেলে সঞ্জয় পাসোয়ান জানান তাঁর বাবাকে অসুস্থতার কারনে শোভাপুরের ওই বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয় চলতি মাসের ২৩ তারিখে। হাসপাতাল থেকে জানানো হয় ভাসোবাবুর মাথায় রক্তক্ষরন হয়েছে আর সেই কারনে অস্ত্রপচার প্রয়োজন। কিন্তু সাত দিন কেটে গেলেও অস্ত্রপচারের কোনো সঠিক দিন দেওয়া হচ্ছিল না হাসপাতালের তরফে। এরপর গতকাল হাসপাতালের তরফে রোগীর পরিবারকে জানানো হয় যে ভাসোবাবুর করোনা পরীক্ষার পর অস্ত্রপচার হবে। এরপরেই আজ সোমবার দুপুরে হাসপাতাল থেকে রোগীর পরিবারকে জানানো হয় যে ভাসো পাসোয়ানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে আর তার কিছুক্ষন পরেই ফের জানানো হয় যে ভাসোবাবুর মৃত্যু হয়েছে।
ভাসো পাসোয়ানের মৃত্যুর খবর জানা মাত্রই উত্তেজনা ছড়িয়ে পরে রোগীর পরিবারের মধ্যে। তাঁরা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। সাথে এও দাবি জানাতে থাকে যে হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতালের বাইরে এসে সকলের সামনে আসল ঘটনার বর্ণনা করতে হবে।
এদিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন বি জোন ফাঁড়ির আধিকারিক। পৌঁছোন হরিপুরের উপপ্রধান গোপীনাথ নাগ। তাঁরা রোগীর আত্মীয় পরিজনদের শান্ত করার চেষ্টা করেন। বিকেল পর্যন্ত্য চলতে থাকে উত্তেজনা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হয়নি।