করোনা বিধি মেনে হবে পুজো, খুঁটি পুজো হল দুর্গাপুরের মার্কনি ও বুদ্ধ বিহারের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০ জুলাইঃ
৬১ বছরে পদার্পণ করল মার্কনী দক্ষিণ পল্লীর সার্বজনীন দুর্গাপুজো। করোনার জন্য এবছর বিধিনিষেধ থাকার কারণে অন্যান্য বছরের মতো জাঁকজমক ভাবে পুজো না হলেও এবছর নিয়ম রক্ষার জন্য পুজোর আয়োজন করবেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। পাশাপাশি প্রশাসনের নিয়ম অনুযায়ী যেভাবে পুজো করার অনুমতি দেয়া হবে সেই ভাবেই তারা এবছর পুজো করবেন। পুজোর আয়োজন হলেও পূজামণ্ডপে ভক্তদের প্রবেশ আপাতত নিষিদ্ধ থাকবে, পরে সরকারি বিধি নিষেধ যেমন লাগু হবে সেই অনুসারে ভক্তদের মন্ডপে প্রবেশ করানো হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
অন্যদিকে দুর্গাপুর ইস্পাত নগরীর সি-জোনের বুদ্ধ বিহার সার্বজনীন দুর্গাপূজা এ বছর ৩১ বছরে পদার্পণ করল। মঙ্গলবার উল্টো রথের দিন চিরাচরিত রীতি মেনেই খুঁটি পুজো করেন উদ্যোক্তারা।
পুজোর উদ্যোক্তারা জানিয়েছেন প্রশাসনের বিধিনিষেধ মেনে এবছর তারা পুজোর আয়োজন করছেন ঠিকই, তবে প্রশাসনিক নিয়ম মেনে ভক্তদের মন্ডপে প্রবেশ করানো হবে।
পাশাপাশি দেশজুড়ে করোনার যে তৃতীয় ঢেউ আসতে চলেছে সেই তৃতীয় ঢেউয়ের থেকে সকলে যাতে সুরক্ষিত থাকে তার জন্য একগুচ্ছ বার্তা দিয়েছেন পুজো উদ্যোক্তারা।
তারা জানিয়েছেন এ বছর তাদের পুজোর বাজেট সাত লক্ষ টাকা করা হয়েছে। মহামারীর মহারণে মহামায়ার আবির্ভাব থিমের সাথে মাটির মূর্তি থাকবে মন্ডপে।
তারা জানিয়েছেন এবারের দূর্গা পূজার থিম এর মাধ্যমে সাধারণ মানুষের সামনে করোনার থেকে রেহাই পাওয়ার জন্য যেমন একগুচ্ছ সচেতনতার প্রচার থাকবে পাশাপাশি করোনা ভাইরাসকে বিশ্ব থেকে নির্মূল করার জন্য দেবীকে আহ্বান করে তার কাছে প্রার্থনা করবেন যাতে গোটা বিশ্ব দ্রুত করোনা মুক্ত হয় আবার সবাই যাতে স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারে।