মানসিক ভারসাম্যহীন তরুনীকে ধর্ষণ, পান্ডবেশ্বরের ঘটনায় লাগল রাজনৈতিক রঙ
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৮এপ্রিলঃ
মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। রবিবার বেলা সাড়ে ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে পান্ডবেশ্বরের কেন্দ্রা পঞ্চায়েতের ছাতাডাঙ্গা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ নদীতে স্নান করতে যাওয়ার সময় ধর্ষণের শিকার হন বছর ২৫ -এর এক মানসিক ভারসাম্যহীন যুবতী।
ধর্ষিতার দাদা মিঠুন পাসওয়ানের অভিযোগ তার বোন মানসিক ভারসাম্যহীন। এদিন স্নান করতে একাই নদীতে যাচ্ছিল। সেই সময় সিকেন ধাঙ্গড় নামে স্থানীয় এক যুবক ওই তরুনীকে একা পেয়ে ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
প্রত্যক্ষদর্শী কিরণ পাহাড়িয়া জানান বিষয়টি দেখে তিনি চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। ধরা পরার ভয়ে অভিযুক্ত সিকেন ধাঙ্গড় পালিয়ে যায়।
এদিকে ধর্ষণের ঘটনাটিতে লেগেছে রাজনৈতিক রঙ। অভিযুক্ত এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিত। তৃণমূল দলের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। বিজেপির এক স্থানীয় নেতা বলেন অভিযুক্ত আমাদের দলের কেউ নয়। ঘটনায় অযথা রাজনৈতিক রং লাগানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পান্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ধর্ষিতার পরিবার। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।