রানীগঞ্জে ডাকাতির ঘটনার পুর্নর্নিমাণ
আমার কথা, রানীগঞ্জ, ২ জুলাই:
রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত দুষ্কৃতিদের দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করালো পুলিশ। মঙ্গলবার পুনর্নির্মাণের পাশাপাশি দুষ্কৃতীদের সাথে কথা বলে পুলিশ জানার চেষ্টা করেছে ঘটনাটির পুঙ্খনাপুঙ্খ বিবরণ।
৯ জুন রানীগঞ্জের তারবাংলা এলাকায় একটি স্বর্ণ বিপণীতে ঘটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। দোকানে হানা দিয়েছিল সাতজন সশস্ত্র দুষ্কৃতি। ঘটনার দিন দুষ্কৃতিদের সাথে পুলিশের গুলির লড়াই হয়। গুলিতে জখম হয় সোনু সিং নামে দলটির মূল পান্ডা। এর পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার দিন সন্ধ্যেবেলায় ঝাড়খন্ড থেকে ধরা পড়ে সুরজ নামে এক দুষ্কৃতি। পরের দিন ধরা পড়ে চক্রের মূল পান্ডা সোনু সিং। এখন পর্যন্ত ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজন দুষ্কৃতি ধরা পড়েছে পুলিশের জালে। মঙ্গলবার ধৃত দুই দুষ্কৃতিকে ঘটনাস্থলে নিয়ে এসে পুলিশ ডাকাতির ঘটনার পুনর্নির্মাণ করায়। কিভাবে দোকানে ঢুকেছিল, কোথায় হয়েছিল পুলিশের সাথে গুলির লড়াই, তারপর তারা কোন রাস্তা দিয়ে কিভাবে পালিয়ে ছিল পুনর্নির্মাণের মাধ্যমে তদন্তকারীরা তা জানার চেষ্টা করেন। পুনর্নির্মাণের গোটা পর্বটি ভিডিওগ্রাফি করা হয়। ঘটনার পুনর্নির্মাণ তদন্তের গুরুত্বপূর্ণ অঙ্গ বলে জানান এক তদন্তকারী। পুনঃনির্মাণের খবর পেয়ে দুষ্কৃতিদের দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা।