দুর্গাপুরে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৫ফেব্রুয়ারীঃ
রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ও এখনো প্রকাশ হয়নি। তার অনেক আগেই রাজ্যে পৌঁছে গেছে কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের রুটমার্চ করতেও দেখা যাচ্ছে প্রতিনিয়ত। ভোটারদের আশ্বস্ত করতে ও এলাকা সম্পর্কে ওয়াকিবহাল হতেই আগে থেকে বাহিনীর আগমন বলে প্রশাসন সূত্রে খবর । বৃহস্পতিবার বিকেলে পাণ্ডবেশ্বরের কেন্দ্রা পঞ্চায়েতের রামনগর সহ অন্যান্য এলাকাতেও বাহিনীর জাওয়ানরা রুটমার্চ করে । বাহিনীর সাথে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থানার আধিকারিক মনোরঞ্জন মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা। রাস্তায় দাঁড়িয়ে কৌতুহলী জনতা লক্ষ্য করে বাহিনীর রুটমার্চ । কয়েকদিনের মধ্যেই পান্ডবেশ্বর থানার অন্যান্য পঞ্চায়েত এলাকায় রুটমার্চ হবে বলে থানা সূত্রে খবর।
অপরদিকে, কাঁকসা থানা থেকে পানগড় বাজারের বিভিন্ন প্রান্তেও রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। আসন্ন নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোট এর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করেছে।
কাঁকসায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য বৃহস্পতিবার এক কোম্পানি আধা সামরিক বাহিনী পৌঁছায় কাঁকসায়।
খেলা হবে তাই নির্বাচনের আগেই রেফারির ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী এসেছে কাঁকসায়। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ প্রসঙ্গে বললেন বিজেপির কাঁকসা দু’নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী।
অপরদিকে, বাংলা নিজের মেয়েকে চায়। বাংকার মেয়ে মমতা বন্দোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে চায় বাংলার মানুষ, তাই এতে তৃণমূলের ভয় পাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না পাল্টা জবাব কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সীর।