হাথরসের ছায়া নদীয়ায়, প্রভাব দুর্গাপুরে, প্রতিবাদ
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১ এপ্রিলঃ
উত্তর প্রদেশের হাথরসের মতোই নদীয়ায় চোদ্দ বছরের কিশোরীর ধর্ষণ, রক্তক্ষরণে মৃত্যু ও কোনো সার্টিফিকেট ছাড়া মৃতদেহ পোড়ানোর সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি র দাবিতে এবং সারা রাজ্যে খুন-সন্ত্রাস-ধর্ষণের ঘটনা বন্ধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ সারা রাজ্যে এসইউসিআই সি র পক্ষ থেকে বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে।
আজ দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে এস ইউ সি আই সি পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সুচেতা কুন্ডু দাবি তোলেন অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।মৃত নাবালিকার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং অবিলম্বে রাজ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য পুলিশ প্রশাসনকে সচেষ্ট হতে হবে।