বাংলাদেশের থেকেও এখানে হিন্দুদের অবস্থা ভয়ংকরঃ দিলীপ ঘোষ
আমার কথা, আসানসোল, ১৫ নভেম্বরঃ
বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা কিন্তু সেইখানকার থেকেও হিন্দুরা বেশি বিপন্ন পশ্চিমবাংলায়, এর জন্য বাংলায় পরিবর্তন দরকার। একমাত্র বিজেপিই পারবে হিন্দুদের রক্ষা করতে, একথা বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
শুক্রবার সন্ধ্যাবেলায় অন্ডাল থানার উখরা গ্রামের সিনেমা হল মোড়ে ধর্ম জাগরণ সমন্বয় মঞ্চের উদ্যোগে আয়োজিত হল মিলন উৎসব। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। এছাড়াও ছিলেন বিজেপি দলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী সহ অন্যরা। অরাজনৈতিক মঞ্চ থেকেও দিলীপবাবু তার বক্তৃতায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্য সরকারের সমালোচনায় সরব হন। বলেন বাংলায় লুটের রাজ চলছে। কেন্দ্র বিভিন্ন প্রকল্পের টাকা পাঠালেও সেই টাকা উপভোক্তাদের কাছে পৌঁছাছেনা। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন স্তরের নেতারা সেই টাকা লুট করে নিচ্ছে। ছাত্র ছাত্রীদের ট্যাবের টাকাও লুট হয়ে গেছে। দুর্নীতির কারণে বাংলায় মন্ত্রিসহ তৃণমূল নেতাদের জেলে আসা-যাওয়া লেগে রয়েছে । তবে সদ্য সমাপ্ত রাজ্যের ছ’টি বিধানসভার উপনির্বাচন নিয়ে দিলীপ বাবুর গলাতে খুব বেশি আশার কথা শোনা গেল না। বললেন ভোট হয়ে গেছে, মানুষ ভোট দিয়েছে, দেখা যাক কি হয়।
এরপরই বিস্ফোরক অভিযোগ করেন দিলীপবাবু। বলেন প্রতিবেশী বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার চেয়েও খারাপ অবস্থা পশ্চিমবাংলায় । তৃণমূলের শাসনকালে বাংলায় সবচেয়ে বেশি বিপন্ন অবস্থা হয়েছে হিন্দুদের । রাজ্যে দুর্গাপুজো, কালীপুজো, ছট উৎসব সবেতেই বাধা দেওয়া হচ্ছে। হিন্দু মহিলারা ধর্ষণের শিকার হচ্ছে, পাচার করা হচ্ছে তাদের হিন্দুদের অস্তিত্ব বাঁচাতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন দরকার। একমাত্র বিজেপিই হিন্দুদের কথা ভাবে, হিন্দুদের রক্ষা করতে পশ্চিমবাংলায় বিজেপির সরকার প্রয়োজন বলে জানান দিলীপবাবু।