লক্ষ্মণকে বিঁধে পাড়িয়াল ভক্তের গান ভাইরাল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪ এপ্রিলঃ
দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইকে নিয়ে এবার গান বেঁধে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় পপুলার হয়ে গেলেন ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালের এক ভক্তের।
এক সময় গায়ক অঞ্জন দত্ত গান গেয়েছিলেন “বেলা শুনছ চাকরীটা আমি পেয়ে গেছি” আর সেই গান বেশ জনপ্রিয়ও হয়েছিল যুবসমাজে। এবার সেই গানকেই নকল করে পাড়িয়াল ভক্তের গান
“ও লক্ষ্মণদা তুমি শুনছো, তোমার ডাল গলবে না। যতদিন পাড়িয়াল থাকবে,
ততদিন পদ্ম ফুটবে না।”
সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। বিশ্বনাথ পাড়িয়াল অনুগামীরাই মূলতঃ এই গান ভাইরাল করেছে বলে শোনা যাচ্ছে।