“কেন্দ্রের ভিক্ষার উপর রাজ্য চলছে”-দুর্গাপুরে কটাক্ষ সুকান্তের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৯ অক্টোবরঃ
দুর্গাপুরের সিটি সেন্টারে পলাশডিহার পণ্ডিত রঘুনাথ মুর্মু ময়দানে আজ সূচনা করা হল বিধায়ক কাপ। বিজেপির বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই উদ্যোগে এই বিধায়ক কাপ আয়োজন করা হয়। বিধায়ক কাপের উদ্বোধন করেন লকেট চ্যাটার্জি। আর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পাশাপাশি এদিন সুকান্তবাবু রাজ্য সরকারকে তুলোধনা করতেও ছাড়েন না। তিনি বলেন অর্থনৈতিক দিক থেকে রাজ্য আই.সি.ইউতে চলে গেছে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। কেন্দ্রের ভিক্ষার উপর বেঁচে আছে। বিজেপির রাজ্য সভাপতি আরো বলেন মানিকবাবু যেভাবে মুখ খুলেছেন তাতে এবার রাজ্যে বড় বড় উইকেট পড়বে।
এদিন দুর্গাপুরে বিধায়ক কাপ ফুটবল প্রথযোগিতার উদ্বোধন করে তৃণমূল সরকারকে তুলোধোনা করলেন হুগলীর সাংসদ তথা বিজেপির রাঢ় বঙ্গের দায়িত্বপ্রাপ্ত অবজার্ভর লকেট চ্যাটাজি। পঞ্চায়েত নির্বাচনে শুধু বীরভূম নয় বাংলায় ভালো ফল করবে বিজেপি এই দাবি করে হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জির দাবি একের পর এক তৃণমূল নেতা দুর্নীতির দায়ে জেল যাচ্ছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে।এছাড়া এবারে পঞ্চায়েতের প্রধান ইস্যু হবে দুর্নীতি।
পাশাপাশি বিধায়ক কাপের মতো খেলা আগামী দিনে সুন্দর বাংলা তৈরী করতে সাহায্য করবে বলেও মত সাংসদ লকেট চ্যাটার্জীর।