প্রচারে এসে পুলিশকে তুলোধনা সিপিএমের রাজ্য সম্পাদকের
আমার কথা, কাঁকসা, ৪ জুলাই:
মানুষের জন্যই ১৯৭৭ সালে ২১শে জুন রাজ্য বামেরা যখন রাজ্যে ক্ষমতায় এসেছিল তখন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু তৃণমূল করেনি।
মোদি সরকার এসে পার্লামেন্ট তুলে দিয়েছে। সেখানে কোন আলোচনা ছাড়াই বাজেট পাস হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য থেকে বিধানসভা, গ্রাম সভা তুলে দিয়েছে। শুধু তামাশা দেখিয়ে মাঝেমধ্যেই প্রশাসনিক বৈঠক করে সাধারণ মানুষের সামনে তামাশা করছেন।
মঙ্গলবার বিকালে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে কাঁকসা থেকে এমনটাই বললেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহ: সেলিম।
তিনি বলেন রাজ্যে শিক্ষা দুর্নীতি হয়েছে কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেই দুর্নীতির তদন্ত করবে ইডি এবং সিবিআই। কিন্তু রাজ্য পুলিশ তদন্তে ব্যর্থ কেন সেই প্রশ্নই তুলেছেন তিনি।
রাজ্য পুলিশকে কটাক্ষ করে তিনি বলেন শরমকে মারে চুল্লু ভর পানি মে ডুব কে মরনা চাহিয়ে।
তিনি বলেন স্কুলে মাস্টার যদি ঠিকমতো পড়ায় তবে গৃহ শিক্ষকের কোন প্রয়োজন পড়ে না।