একই দিনে তিনটি প্রকল্পের শিলান্যাস
আমার কথা, অন্ডাল, ২০ ফেব্রুয়ারী:
গ্রাম পঞ্চায়েতের সিদুলি এলাকায় একদিনে শুরু হলো তিনটি প্রকল্পের কাজ । মাটি কেটে নারকেল ফাটিয়ে প্রকল্প গুলির কাজের সূচনা করলেন খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাধ্যকর, পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক মন্ডল । গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে এদিন সিদুলি গ্রামে সিদ্ধেশ্বরী মন্দির নির্মাণ, মুকুন্দপুর গ্রামের ফুটবল মাঠে সাংস্কৃতিক মুক্ত মঞ্চ ও ড্রেসিং রুম এবং মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়াতে পানীয় জল প্রকল্পের কাজ শুরু হল । কাজগুলি হচ্ছে পঞ্চায়েত সমিতির আর্থিক অনুদানে । মন্দির নির্মাণের জন্য সাড়ে পাঁচ লক্ষ টাকা, সাংস্কৃতিক মুক্ত মঞ্চ ও ড্রেসিংরুমের জন্য ১১ লক্ষ টাকা এবং পানীয় জল প্রকল্পটির জন্য ৬ লক্ষ ৪৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক মন্ডল বলেন তৃণমূল সরকারের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রতিটি এলাকায় উন্নয়ন পৌঁছে দেওয়া । প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত কে গুরুত্ব দেওয়া । আমরা সেই উদ্দেশ্যে কাজ করে চলেছি ।