আমার কথা >> জেলা >> দক্ষিণবঙ্গ >> পশ্চিম বর্ধমান >> আগুন লেগে পুড়ে গেল খড়ের পালুই
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১ফেব্রুয়ারীঃ
সোমবার দুপুরে শ্যামসুন্দরপুর গ্রামের ঘোষ পাড়ায় এক ব্যক্তির খড়ের পালুইয়ে লাগে ভয়াবহ আগুন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে ছাই হয়ে যায় পালুই এর সব খড়। কিভাবে আগুন লাগল খতিয়ে দেখছে পান্ডবেশ্বর থানার পুলিশ।