রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বেসরকারীকরনের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের প্রভাব দুর্গাপুরেও
আমার কথা, পশ্চিম বর্ধমান(রাজবাঁধ), ৭সেপ্টেম্বরঃ
দেশের অধিকাংশ সংস্থা বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার যার মধ্যে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাও রয়েছে। এরকমই একটি রাষ্ট্রায়ত্ব তেল সংস্থা হল ভারত পেট্রোলিয়াম। এই সংস্থার বেসরকারীকরনের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে দুদিনের প্রতীকি ধর্মঘটের ডাক দিলো শ্রমিক সংগঠনগুলি। সারা ভারত ব্যাপি এই প্রতিকী ধর্মঘটে সামিল হতে দেখা গেল শ্রমিকদের। দুর্গাপুরের রাজবাঁধেও এই ধর্মঘটের প্রভাব পড়তে দেখা গেল সোমবার। রাজবাঁধে এই সংস্থার গেট আটকে বিক্ষোভে নামতে দেখা গেল কংগ্রেস শ্রমিক সংগঠন, বাম শ্রমিক সংগঠন সহ অন্যান্য শ্রমিক সংগঠনের কর্মীদের। দুদিন ধরে চলবে এই ধর্মঘট বলে জানিয়েছেন ধর্মঘটীরা।
সিটু শ্রমিক নেতা স্নেহাশিষ মন্ডল বলেন, “ভারতের সব থেকে লাভজনক সংস্থা তেল সংস্থা আর এই লাভজনক সংস্থাকে বেসরকারীকরণ করতে চাইছে মোদি সরকার। এখন ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আর এই সময়ই একটি লাভজনক সংস্থাকে বেসরকারীকরণ করতে চাইছে কেন্দ্র। আর তাই আমরা এর প্রতিবাদে আজ ও কাল এই দুদিন ব্যাপি সারা ভারত ব্যাপি এই দুদিনের ধর্মঘট পালন করছি। এর আগেও আমরা এর প্রতিবাদ করেছি। আর এবারে যদি মোদি সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে আরো বড় আন্দোলনের পথে পা বাড়াবো আমরা।”