এবার দুর্গাপুর মহিলা কলেজে বর্ধিত ফি’র প্রতিবাদে বিক্ষোভে ছাত্রীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৯জুনঃ
শুধু বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল নয়, ফি নিয়ে প্রতিবাদে সামিল হলেন দুর্গাপুরের সরকারী কলেজের ছাত্রীরা। মাসিক ফি বেশ নেওয়া হচ্ছে এই অভিযোগে আজ সোমবার বিক্ষোভ দেখান দুর্গাপুর ওমেনস’ কলেজের পড়ুয়ারা। তাদের অভিযোগ যেখানে অন্যান্য সরকারী কলেজে যা ফি নেওয়া হচ্ছে তার থেকে কমপক্ষে হাজার খানেক টাকা বেশী ফি নেওয়া হচ্ছে।
জয়িতা চাকলাদার নামে এক ছাত্রী জানান যে, গত মার্চ মাসের পর থেকে কলেজে কোনো ক্লাস হয়নি। অনলাইনে ক্লাস হলে কলেজ থেকে বিদ্যুতের বিল, জেনারেটরের জন্য টাকা চাওয়া হচ্ছে। অন্যান্য সরকারী কলেজ গুলোতে যেখানে ৭৬০টাকা করে ফি নেওয়া হচ্ছে সেখানে এই মহিলা কলেজের ছাত্রীদের থেকে ২০০০-৪০০০টাকা পর্যন্ত্য ফি চাওয়া হচ্ছে বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ যেখানে করোনার কারনে অনেক অভিভাবক কর্মহীন হয়ে পড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্কুল কলেজগুলোকে ফির বিষয়টি যতটা কমে সম্ভব নেওয়ার আবেদন জানিয়েছেন সেখানে এই মহিলা কলেজে কমাওর বদলে আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। তবে শুধু এ বছর নয় গত তিনবছর ধরেই এই কজেলে ফি নিয়ে আন্দোলন করছেন ছাত্রীরা অথচ কলেজ কর্তৃপক্ষ সে বিষয়ে কোনো কর্ণপাতই করছেন না বলে অভিযোগ। তাই আজ তাঁরা কলেজে এসে বিক্ষোভে সামিল হন। সাথে তাঁরা এও হুঁশিয়ারী দেন যে, কর্ত্ররপক্ষ যদি তাদের বিষয়টি সহমর্মিতার সাথে না দেখেন তাহলে তাঁরা আজ সারাদিন কলেজে বিক্ষোভ চালিয়ে যাবেন।