মামড়া বাজারে আচমকা অভিযান মহকুমা প্রশাসনের, বাজারে নিষিদ্ধ হল যান চলাচল
আমার কথা পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৯মেঃ
করোনা সংক্রমণ এড়াতে বুধবার আচমকা দুর্গাপুরের মামরা বাজারে প্রশাসনিক অভিযান চালালো দুর্গাপুর মহকুমা প্রশাসন। বুধবার থেকে এই বাজারে ভিড় সামলাতে পুলিশ ব্যারিকেড করে দিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ করে দিল। আজ দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট কলেশ্বরী কোরা নিউটাউনশীপ থানার পুলিশকে সাথে নিয়ে এই অভিযান চালান। বাজারে যারা ভিড় করেছেন এবং সরকারী নির্দেশিকা না মেনে যারা সময়ের পরও দোকান খোলা রাখছেন তাদেরকে সতর্ক করেন।
দুর্গাপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট কলেশ্বরী কোরা জানান, নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন।
দুর্গাপুর নগর নিগমের তিন নম্বর বোরো চেয়ারম্যান সুস্মিতা ভুঁই জানান, মানুষকে সচেতন করার বার্তাও আজ দেওয়া হলো।
মামড়া বাজারে অভিযান চলাকালীন যারা আইন ভেঙে বাজারে ঢুকে পড়ে তাদের বেশ কয়েকজনের বাইকও পুলিশ আটক করে। দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফে জানানো হয়েছে প্রতিদিন নিয়ম করে বাজারে বাজারে তারা এই ধরণের অভিযান চালানো হবে। বুধবারের এই প্রশাসনিক অভিযানে ছিল ব্যাবসায়ী সমিতির সদস্যরাও।