রাতে ঘুমের মধ্যে পাঁচিল চাপা পড়ে কিশোরীর মৃত্যু অন্ডালে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৮সেপ্টেম্বরঃ
বিকেলের পর থেকে রাতভর টানা বৃষ্টিপাতের জেরে পাঁচিলের গোড়া নড়বড়ে হয়ে তাতে চাপা পরে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত খাঁদরা গ্রামের বক্সি পাড়ায়।
জানা গিয়েছে, গতকাল রাতে যখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছিল সেই সময় নিজের ঘরে ঘুমোচ্ছিলেন ওই এলাকার বাসিন্দা সোমনাথ মজুমদের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী সৌমি মজুমদার(১৪)। রাত প্রায় দুটো নাগাদ ভারী বর্ষণের কারনে প্রতিবেশীর একটি জীর্ণ দেওয়াল সোমনাথবাবুর বাড়ির অ্যাসবেস্টসের ছাদের উপর ভেঙ্গে পড়ে। পাঁচিলের নিচে চাপা পরে ঘরের মধ্যেই মৃত্যু হয় সৌমির। সাথে আহত জন সোমনাথবাবু ও তার স্ত্রী অঙ্কিতা মজুমদার। তাদের উদ্ধার করে খাঁদরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, যে ভগ্নপ্রায় পাঁচিল চাপা পড়ে সৌমির মৃত্যু হয়েছে সেটি বক্সি পরিবারের অন্য শরিকের। দীর্ঘদিন ধরে শরিকি ঝামেলার কারনে এরকম ভগ্নপ্রায় অনেকগুলি পাঁচিল পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে, সেগুলি অবিলম্বে না ভাঙ্গলে আবারও কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।