দুর্গাপুরের হুচুকডাঙ্গায় দামোদরের জলে তলিয়ে গেল কিশোর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২নভেম্বরঃ
স্নানে নেমে দামোদরের জলে তলিয়ে গেল এক কিশোর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের হুচুকডাঙ্গায়। ঘটনাস্থলে পৌঁছোয় কোকওভেন থানার পুলিশম শুরু করে উদ্ধারকাজ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুর্গাপুরের পলাশতলা কলোনীর বাসিন্দা সুমিত কুমার(১৫) তার কয়েকজন বন্ধুর সাথে দামোদরের জলে স্নান করতে নামে সোমবার দুপুরে। কিন্তু সাঁতার না জানায় তলিয়ে যায় ওই কিশোর। সাথে সাথে স্থানীয়রা প্রথমে উদ্ধার করার কাজে নেমে পড়ে, সাথে খবর দেয় পুলিশকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায় কোকওভেন থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক প্নুমান দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙ্গে বেশির ভাগ জল বেরিয়ে যাওয়ায় জল হয়ত কম আছে নদে কিন্তু দামোদরের বিভিন্ন জায়গায় চোরাবালি রয়েছে আর সম্ভবতঃ সেই চোরাবালিতেই আটকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে সুমিতের সাথে। শেষ পাওয়া খবর সন্ধ্যে পর্যন্ত্য ওই কিশোরের কোনো হদিশ পাওয়া যায়নি।