মোবাইলের দোকানে লক্ষাধিক টাকার চুরি
আমার কথা, অন্ডাল, ৮ মে:
শার্টার ভেঙে মোবাইলের দোকান থেকে চুরি গেল কয়েক লক্ষ টাকার মোবাইল। অন্ডাল থানার নিউ মদনপুর এলাকার ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিশ।
নিউ মদনপুর এলাকায় একটি মোবাইলের দোকানে ঘটলো চুরির ঘটনা। কয়েক লক্ষ টাকার মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি দোকান মালিকের। দোকানের কর্মচারী দীপ ভূঁই জানান প্রতিদিনের মতো মঙ্গলবার রাত সাড়ে আট টা নাগাদ দোকান বন্ধ করে তারা বাড়ি যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখি শাটারের তালা ভাঙ্গা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। দুষ্কৃতীরা দোকানের ভেতর থাকা সমস্ত মোবাইল নিয়ে গেছে। চুরি যাওয়া মোবাইলের বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা বলে দাবি দীপ বাবুর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।