কৃষক আন্দোলনকে সমর্থন করে পান্ডবেশ্বরে ট্রাক্টর মিছিল বিধায়কের
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৬জানুয়ারীঃ
ট্রাক্টর মিছিল করে কৃষি বিল বাতিলের দাবিতে সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে এই মিছিলটি হয় পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বৈদ্যনাথপুর পঞ্চায়েতের দান্য মহাল এলাকায়। মিছিলে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি পান্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনির মন্ডল সহ অন্যান্যরা। এ দিনের মিছিলে প্রায় ১০০ টি ট্রাক্টর অংশ নেয়।
জিতেন্দ্র তিওয়ারি বলেন আদানি,আম্বানির মতো কর্পোরেট সংস্থাগুলির মুনাফার বাড়াতে কেন্দ্র সরকার এই বিল কার্যকর করতে তৎপর হয়েছে। বিল কার্যকর হলে দেশের কৃষি ব্যবস্থা ধ্বংস হবে। তিনি বলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মতামত জানান , অথচ দুমাস হয়ে গেল দেশের কৃষকরা শীতের ঠান্ডায় রাস্তায় রয়েছে, অথচ প্রধান মন্ত্রী এই বিষয়ে চুপ রয়েছেন। আসলে কর্পোরেট সংস্থাগুলির ভয়েই তিনি মুখ খুলতে ভয় পাচ্ছেন। কৃষি বিল বাতিল ও আন্দোলনরত কৃষকদের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থনে আজকের এই মিছিল বলে জানান তিনি।