পুরনির্বাচনে টিকিট না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন ডাকসাইটে তৃণমূল নেতা
আমার কথা, পূর্ব বর্ধমান, ৯ ফেব্রুয়ারীঃ
পুর নির্বাচনে টিকিট না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বর্ধমানের তৃণমূল নেতা। তিনি বলেন ৩৮ বছর ধরে তিনি রাজনীতি করছেন। বাম আমলে তৃণমূল দল করতে গিয়ে পাঁচ বার জেল খাটতে হয়েছে তাকে। কিন্তু দল তাকে টিকিট না দিয়ে তার সাথে সুবিচার করে নি-আক্ষেপ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবের। বর্ধমান শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব বুধবার
পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরের সামনে এদিন কান্নায় ভেঙে পড়েন। তার ওয়ার্ডে এবার মহিলা সংরক্ষিত সেই কারণে আব্দুল রবের দাবি দলের পক্ষ থেকে তার স্ত্রীকে এই ওয়ার্ডে প্রার্থী করার আশ্বাস দেওয়া হয়েছিল।
কিন্তু প্রার্থী তালিকায় এই ওয়ার্ডে অন্য একজনের নাম ঘোষণা করা হয়। তার পরেও প্রার্থী পরিবর্তন করে আব্দুল রবের স্ত্রীকে প্রার্থী করার আশ্বাস মিলেছিল বলে দাবি করেন তিনি। শেষমেশ সেটাও দল করলো না বলে আক্ষেপ আব্দুল রবের। দলীয় প্রার্থীপদ না পেয়ে পোড়খাওয়া ওই তৃণমূল নেতার কান্নায় ভেঙে পড়ার দৃশ্য দেখে অবাক হয়েছেন অনেকেই।
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানিয়েছেন, টিকিটের দাবিদার অনেকেই ছিলেন তবে এটা দলের উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। দল যাকে যোগ্য মনে করেছে তাকেই প্রার্থী করেছে।