রাজনৈতিক সৌজন্যতা, বামেদের বন্ধ দলীয় দপ্তর খুলে দিলেন তৃণমূলের বিধায়ক
আমার কথা, পান্ডবেশ্বর, ৮ সেপ্টেম্বর:
পঞ্চায়েত ভোটের সময় বিরোধের কারণে তালাবন্ধ করে দেওয়া হয়েছিল, এবার সেই সিপিএমের কার্যালয় খুলে দিলেন তৃণমূলের জেলা সভাপতি। অন্ডালের কাজোড়ার ঘটনা।
সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটের দিন তৃণমূল সিপিএম সংঘর্ষের তেঁতে উঠেছিল অন্ডালের কাজোড়া মোড় এলাকা। হামলা পাল্টা হামলায় দু-দলের কার্যালয়ে ঘটেছিল ভাঙচুরের ঘটনা। ঘটনার পরই কাজোড়া মোড়ে সিপিএমের কার্যালয়টি তালা বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ উঠেছিল শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তখন থেকে বন্ধ ছিল কার্যালয়টি। শুক্রবার সন্ধ্যায় সেই কার্যালয়ের তালা খুলে দেন স্বয়ং তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। নরেন্দ্রনাথ বাবু তালা খুলে সেই চাবি তুলে দেন সিপিএম নেতা বংশ গোপাল চৌধুরীর হাতে। রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকলে এলাকার মানুষজন ও দু দলের সমর্থকরা।
বংশবাবু জানান ভোটের সময় ছোটখাটো বিবাদ এর ঘটনা ঘটেই থাকে। তৃণমূলের জেলা সভাপতি আমাদের পার্টি অফিসের তালা খুলে সৌজন্যে দেখিয়েছেন। আজ থেকে এই অফিসে বসে দলের কর্মীরা রাজনৈতিক কাজ করবেন। নরেন্দ্রনাথ বাবু বলেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী। উত্তেজনার বসে অন্য দলের অফিসে তালা মারা সঠিক কাজ নয়। আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেদিকে নজর থাকবে বলে জানান নরেন্দ্রনাথ বাবু।