নিয়ন্ত্রণ হারিয়ে বুদবুদে উল্টে গেল ধান বোঝাই ট্রাক, জখম দুই
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ৬ডিসেম্বরঃ
ধান বোঝাই ট্রাক উল্টে জখম হল দুজন। তাদের হাসপাতালের নিয়ে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুদবুদের টি এন গেটের সামনে ২নন জাতীয় সড়কের উপর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ধমানগামী ধান বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলতে গেলে জখম হন ট্রাক চালক ও খালাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জখম দুজনকে উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনার দরুন রবিবার সকালে কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয় পড়ে কলকাতাগামী লেনটি। পরে দুর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।