দুর্গাপুর ব্যারেজে পলি সরাতে ড্রেজিং করার প্রতিশ্রুতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর
আমার কথা, দুর্গাপুর, ২৯ অক্টোবরঃ
দুর্গাপুর ব্যারেজের পলি মাটি সরাতে ড্রেজিং করার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রের জল সম্পদ দফতরের প্রতিমন্ত্রী। মঙ্গলবার তিনি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন। কেন্দ্র শুধু প্রতিশ্রুতি দেয় কাজ করে না বলে মন্ত্রীর প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন তৃণমূলের জেলা সভাপতি।
মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করেন কেন্দ্রের জল সম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই ও। ডিভিসির আধিকারিকদের সাথে কথা বলেন মন্ত্রী। দামোদর নদীর পলিমাটি সরিয়ে ব্যারেজের জল ধারণ ক্ষমতা বাড়ানোর ব্যাপারে উদ্যোগী হওয়ার কথা জানান তিনি। বলেন শীঘ্রই ব্যারেজের পলিমাটি সরাতে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ দল পাঠাবে কেন্দ্র। তারা সরজমিনে দেখে রিপোর্ট দিবে। সেই রিপোর্ট অনুযায়ী ড্রেজিং করে পলিমাটি সরানোর কাজ হবে। কেন্দ্রের বিশেষজ্ঞ দল রাজ্য সরকারের সাথে সমন্বয় বজায় রেখে এই কাজ করবে বলে জানান তিনি। দুর্গাপুর ব্যারেজে দীর্ঘদিন ড্রেজিংয়ের কাজ না হয়নি । পলিমাটি জমার কারণে ব্যারেজের জল ধারণ ক্ষমতা কমেছে। সেই কারণে বর্ষার সময় মাইথন অথবা পঞ্চায়েত ড্যাম থেকে ব্যারেজ থেকে জল ছাড়লে দামোদর ব্যারেজের নিম্ন আবহিকা এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয় প্রতি বছর। দীর্ঘদিন ধরেই দামোদর নদ থেকে পলিমাটি সরাতে ড্রেজিং এর দাবীতে সরব হয়েছে রাজ্য সরকার । কিন্তু এই কাজ কে করবে কেন্দ্রর না রাজ্য সেই নিয়ে রয়েছে বিতর্ক। ২০১৯ সালে দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করতে এসে ব্যারেজ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী উমা ভারতী। কিন্তু তারপরও কোন কাজ হয়নি। তাই এবার মন্ত্রী রাজভুষণ চৌধুরীর প্রতিশ্রুতিকে বিশ্বাস করতে রাজি নয় রাজ্যের শাসকদল। পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন চক্রবর্তী বলেন কেন্দ্রের মন্ত্রীরা মাঝেমধ্যেই রাজ্যে আসেন। প্রতিশ্রুতি দিয়ে চলে যান, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় না।