তরুন প্রজন্মকে উৎসাহিত করতে রেল পুলিশের “একতা” দৌড়
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ৫ জুলাইঃ
সুস্থ থাকতে গেলে নিয়মিত ব্যায়াম অভ্যাসের পাশাপাশি দৌড়াতেও হবে। তাই তরুণ প্রজন্মকে দৌড়ানোর প্রতি উৎসাহ বাড়াতে মঙ্গলবার সকালে পানাগড় এর রেলপাড় রেল গেট থেকে রণডিহা মোড় রেলগেট পর্যন্ত খাকি পোশাক ছেড়ে দৌড়ালেন রেল পুলিশের কর্মীরা।
স্বাধীনতার ৭৫ তম বর্ষপুর্তি উপলক্ষ্যে দেশ জুড়ে “আজাদি কা অমৃত মহৎসব” পালন করা হচ্ছে। এই উপলক্ষ্যে মঙ্গলবার সকালে “একতা দৌড়” এর আয়োজন করা হয় ভারতীয় রেলের পক্ষ থেকে আসানসোল ডিভিশনের উদ্যোগে।
রেল পুলিশের আধিকারিকরা জানিয়েছেন “আজাদিকে অমৃত মহৎসব” উপলক্ষে একতা দৌড়ের পাশাপাশি তরুন প্রজন্মকে দৌড়ানোর প্রতি আগ্রহ বাড়াতে তারা এই কর্মসূচি গ্রহণ করেছেন।
পানগড় আর.পি.এফের ওসি পি কে দাস সমাজের সমস্ত স্তরের মানুষকে এক হওয়ার বার্তা দিয়েছেন এদিনের কর্মসূচী থেকে। তিনি বলেন এর আগেও তারা একাধিক কর্মসূচি করেছেন পাশাপাশি আগামী দিনে তারা একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন বলেও জানান তিনি।