করোনা প্রতিরোধে পানাগড় বাজারে ব্যবসায়ী ও সব্জি বিক্রেতাদের দেওয়া হল ভ্যাকসিন
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২১মেঃ
পানাগড় বাজারে সবজি বিক্রেতাদের ও ব্যবসায়ীদের করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হল শুক্রবার।
রাজ্য জুড়ে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। সেইমতো নিত্যদিন সকাল ৭ টা থেকে সকাল ১০টা পর্যন্ত বাজার খোলা থাকছে। তবে নিত্যদিন পানাগড় বাজারে বাজার করতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সাধারণ মানুষকে খাদ্যের যোগান দিতে বিশেষ করে নিত্য দিন পানাগড় বাজারে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা। ফলে পানাগড় বাজারে সবজি বিক্রেতারা যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয়ে পড়ে। সেই কারণে পানাগড় বাজারে সবজি বিক্রেতা, ফল বিক্রেতা এবং অন্যান্য ব্যবসায়ীদের কাঁকসা ব্লক প্রশাসনের উদ্যোগে করোনার ভ্যাকসিন দেওয়া হল পানাগড় বাজারের কমিউনিটি হলে।
ব্যবসায়ীরা জানিয়েছেন কাঁকসা ব্লক প্রশাসন ও কাঁকসা থানার উদ্যোগে পানাগড় বাজারের ব্যবসায়ীদের মধ্যে যাতে কেউ করোণায় আক্রান্ত না হয় সেই কারণে প্রশাসনের উদ্যোগে শুক্রবার পানাগড় বাজারের কমিউনিটি হলে ১০০ জন ব্যবসায়ীকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন এর ফলে নিত্যদিন যেভাবে আতঙ্কের মধ্যে তাদের ব্যবসা করতে হতো । তার থেকে কিছুটা হলেও তারা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন।