ডাম্পারের চাকা হেঁচড়ে নিয়ে গেল শিশুকে, রণক্ষেত্রের চেহারা নিলো দুর্গাপুরের কাশীরাম এলাকা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১১আগস্টঃ
ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিলো দুর্গাপুরের ইস্পাত নগরীর কাশীরাম দাস রোড এলাকা। মৃত ওই কিশোরের নাম শুভ্রজ্যোতি মন্ডল(১৩)।
স্থানীয় সুত্রে জানা গেছে, বেনাচিতির শ্রীনগরপল্লী এলাকার বাসিন্দা আশীষ মন্ডল ও মিতা মন্ডলের ছেলে শুভ্রজ্যোতি বিশেষভাবে সক্ষম ছিল। অসুস্থতার কারনে সে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি ছিল। গতকাল অর্থাৎ সোমবার সে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর কাশীরামে তার মামার বাড়ি এসেছিল।
আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ৯টা ৩০ নাগাদ সাইকেল নিয়ে চন্ডিদাস বাজারের দিকে যাচ্ছিল, শুভ্রজ্যোতির মা তার পেছনে পেছনে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ওভারলোডেড ওই পাথর বোঝাই ডাম্পারটি এসে শিশুটিকে প্রথমে ধাক্কা মারে এরপর চাকা সাথে বেশ কিছুটা টেনে নিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রথম চালক সহ ডাম্পারটিকে আটক করে সাথে ভাঙ্গচুর চালিয়ে চালকের আসনটিতে আগুন লাগিয়ে দেয়। সাথে শুরু হয় পথ অবরোধ।
এদিকে ওই শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে জানান। সাথে এও জানা গেছে শুভ্রজ্যোতির মা মিতাদেবী ছেলের শোক সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে ওই হাসপাতালেই ভর্তি হয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার ও বি-জোন ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী। কিন্তু স্থানীয়দের অভিযোগ এত ঘন জনবসতি এলাকা দিয়ে এভাবে ওভারলোডেড ডাম্পার কিভাবে যাতায়াত করতে পারে? তবে আজ প্রথম নয় প্রায়শই এই রাস্তা দিয়ে ওভারলোডেড পাথর, বালি বোঝাই লরি যাতায়াত করে। প্রশাসন এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করুক। তারা ক্ষতিপূরণও দাবি করেন। সাথে তাঁরা এও হুঁশিয়ারী দেন যে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তাঁরা অবরোধ চালিয়ে যাবেন। পরে প্রশাসনের আশ্বাসে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। ঘাতক ডাম্পার সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।