কাঁকসায় স্বামীর মারে মাথা ফাটল স্ত্রীর, থানায় অভিযোগ
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২২মার্চঃ
স্বামীর মারে মাথা ফাটলো স্ত্রীর। ঘটনাটি ঘটেছে কাঁকসার বাউরি পাড়ায়। কাঁকসায় দানবাবা মেলা দেখতে বাপের বাড়ি আসেন চম্পা বাউরী। অভিযোগ বাপের বাড়িতে এসে তাঁর স্বামী তাঁকে মারধর করে। একই অভিযোগ নির্যাতিতার বাড়ির সদস্যদেরও।
চম্পা বাউরির মা বিশাখা বাউরির অভিযোগ গত ২০১৭ সালে তাঁর মেয়ের বিয়ে দেন কাঁকসার সিলামপুরের বাসিন্দা বিষ্ণু বাড়ির সাথে। বিয়ের সময় নগদ টাকা ও জিনিসপত্র যৌতুক দেওয়া হলেও মাঝে মাঝেই টাকা পয়সার জন্য তার মেয়েকে মারধর করা হয়।
রবিবার তাঁর মেয়েকে মারধর করা হলে প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাঁর মেয়েকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
সোমবার কাঁকসা থানায় গিয়ে নির্যাতিতার স্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়।