অন্ডালে রেলে কাটা পড়ে মৃত্যু মহিলার
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৫নভেম্বরঃ
রেলে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে অন্ডাল -সাঁইথিয়া রেলপথের বাঁকোলা রেলগেট এলাকায়। মৃতের নাম রামদুলালী ভূঁইয়া ।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন ভোর চারটে, সাড়ে চারটে নাগাদ স্থানীয় ভূঁইয়া পাড়ার বাসিন্দা রাম দুলালী দেবী প্রাতঃকর্ম সাড়তে রেললাইনের যায়। লাইনে আচমকা মালগাড়ি চলে আসায় মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।