দ্রুত গতিতে এগোচ্ছে গাড়ুই নদীর কাজ, পরিদর্শণে মেয়র
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৮জুনঃ
গাড়ুই নদী সংস্কারের কাজ খতিয়ে দেখতে বুধবার এলাকা পরিদর্শণে যান পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র বিধান উপাধ্যা্ ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। গত বছর বর্ষার সময় অতি বৃষ্টির জেরে আসানসোলের বেশ কিছু এলাকায় বাড়িতে জল ঢুকে যায়। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি। সে সময় বিরোধীরা প্রশ্ন তোলেন নদী ও হাই ড্রেন সংস্কারের কাজ না হওয়াতে বৃষ্টির জল জমে এই বিপত্তি ঘটেছে। এ বছর বর্ষার আগে পুরনিগমের পক্ষ থেকে নদী ও হাই ড্রেন সংস্কারের কাজ শুরু করেছে পুরসভা। বুধবার সেই কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে পৌঁছে যান চেয়ারম্যান ও মেয়র। মেয়র বিধান উপাধ্যায় বলেন, কাজ ভাল হচ্ছে, এক দেড় মাসের মধ্যে অনেকটা কাজ হয়েছে।
প্রসঙ্গতঃ আসানসোল পুরনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিই ছিল এই যে, তাঁরা ক্ষমতায় এলে সবার আগে এই গাড়ুই নদীর সংস্কার করবে।