শুরু হল লকগেট মেরামতের কাজ, বন্ধ রাখা হল দুর্গাপুর ব্যারেজ দিয়ে যান চলাচল
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩নভেম্বরঃ
শনিবার থেকে আজ মঙ্গলবার দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হল দুর্গাপুর ব্যারেজের ৩১নং লকগেট মেরামতের কাজ। অস্থায়ীভাবে বালির বস্তা দিয়ে জল আটকানোর কাজ শেষ হতেই এদিন রাত ৮টা থেকে শুরু হয়েছে মেরামতের কাজ।
এদিকে মেরামতের কাজে যাতে কোনো অসুবিধা না হয় সেই কারনে প্রশাসনের তরফে দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার ভোর ৩টে পর্যন্ত্য সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে বাইক, সাইকেক এমনকি পায়ে চলাচলও।
সেচ সচিব গৌতম চ্যাটার্জী জানিয়েছেন বালির বস্তা দিয়ে অস্থায়ী রূপে জল আটকানো সম্ভব হয়েছে ফলে এবার ভাঙ্গা লকগেট মেরামতের কাজ শুরু করা গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এই লকগেট মেরামত করে শহরবাসীর জলের সমস্যা দূর করার চেষ্টা করা হচ্ছে। তাও লকগেটের কাজ শেষ হতে হতে বুধবার রাত হয়ে যাতে পারে বলে জানিয়েছেন এই সেচ সচিব। এরপর পাঞ্চেত থেকে জল ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।