রণডিহায় পা পিছলে দামোদরের জলে পড়ে তলিয়ে গেল যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১২অক্টোবরঃ
বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে জলে তলিয়ে গেল বছর চব্বিশের এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বুদবুদ থানার অন্তর্গত পানাগড়ের রণডিহা বাঁধে। পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে।
প্রকাশ পান্দে নামে ওই যুবক পানাগড়ের রেলপাড়ের টেকিংতলার বাসিন্দা। আজ স্মবার বিকেলে সে তাঁর আরো পাঁচজন বন্ধুর সাথে রণডিয়া ড্যাম্পে বেরাতে যান। সেখানে বেড়াতে বেড়াতে আচমকাই প্রকাশের পা পিছিলে যায় আর সে দামোদরের জলে পরে যায়। দামোদর নদের জল বেশি থাকায় মুহূর্তের মধ্যে জলে তলিয়ে যায় প্রকাশ। খবর দেওয়া হয় পুলিশকে। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।