রণডিহায় বেড়াতে গিয়ে দামোদরে তলিয়ে গেল যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১জুনঃ
ব্যারেজে বেড়াতে গিয়ে জলে তলিয়ে গেল এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার পানাগড়ের রণডিহায়। মৃত যুবকের নাম শুভজিত ঘটক(২৫)। ওই যুবক দুর্গাপুরের গোপালমাঠ এলাকার বাসিন্দা ছিল।
জানা গেছে রবিবার বিকেলে গোপালমাঠ এলাকা থেকে শুভজিত তাঁর চারজন বন্ধুর সাথে রণডিহার দামোদর ব্যারেজে যায় ঘুরতে। সেখানে নদের জলে নামার পরেই সে জলের স্রোতে ভেসে গিয়ে জলে তলিয়ে যায়। খবর দেয়া হয় পুলিশে। বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশীর কাজ শুরু করে। অনেক রাত পর্যন্ত্য তল্লাশী চালিয়েও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপর ফের আজ সোমবার সকাল থেকে শুরু হয় তল্লাশী। স্থানীয় বিপর্যয় মোকাবিলার দল জলে জাল ফেলে তল্লাশী শুরু করে। শেষ পাওয়া খবরে তখনও পর্যন্ত্য শুভজিতের কোনো সন্ধান মেলেনি। সন্ধানকার্য চালিয়ে যাচ্ছে পুলিশ।