দুর্গাপুরে মন্দিরে চুরি, বিগ্রহের সোনার গয়না সহ জিনিসপত্র চুরিতে উঠছে নিরাপত্তার প্রশ্ন
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫ফেব্রুয়ারীঃ
পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে একটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ডিডিএ মার্কেট এলাকায়। চুরির রি ঘটনায় আতংক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার সকালে যখন মন্দিরের সেবায়েত মন্দির খোলেন তখন দেখতে পান মন্দিরের ভেতরে সমস্ত কিছু লন্দভন্ড হয়ে পরে রয়েছে। দুষ্কৃতিরা চুরি করে নিয়ে গিয়েছে বিগ্রহের সোনার জিভ, গলার হার সহ সমস্ত গয়নাগাটি, পুজোর বাসনপত্র, এমনকি দানবাক্স থেকেও সমস্ত টাকা পয়সা। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে মন্দিরে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মন্দিরটি যে এলাকায় রয়েছে সেটি অভিজাত এলাকা বলে পরিচিত। মন্দিরটি বিধাননগর ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দুরত্বে রয়েছে। এমতবস্থায় যদি এভাবে দুষ্কৃতি তানব চলে তাহলে শহরের বাকি এলাকাগুলি কতটা নিরাপদে রয়েছে?